• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিগত তিন জাতীয় নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির

প্রকাশিত: ১৬:০৭, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বিগত তিন জাতীয় নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে জড়িত কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে এ দাবি জানানো হয়েছে। 

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দফতরে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। 

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত ১৫ বছরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তাই বিগত তিনটি নির্বাচনের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পার্থীদের সশরীরে উপস্থিত থাকতে হবে। আরচণবিধি ও নির্বাচনী ব্যয়ের বিধিমালা পরিবর্তন চেয়েছি। নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করা হয়েছে যে তারা পরিবর্তন করবেন। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। সেই দলে উপস্থিত ছিলেন, দলটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনুভা জাবীন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2