• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে কড়া সমালোচনা জামায়াত আমীরের

প্রকাশিত: ২১:২৬, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ২১:৪১, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে কড়া সমালোচনা জামায়াত আমীরের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়ে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এরমধ্যে অনতিবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে কিছু গর্হিত বিষয় রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার (২০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এমনটা দাবি করেছেন তিনি। এক ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটিতে নানা প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি দুই হাজারের বেশি মানুষ স্ট্যাটাসের মন্তব্যের ঘরে নানা মন্তব্য করেছেন।

ওই স্ট্যাটাসে জামায়াত আমীর লিখেছেন, ‘গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত।’

স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সামাজিক শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনার পরিবর্তে উক্ত সুপারিশমালায় এমন কিছু গর্হিত বিষয় নিয়ে আসা হয়েছে তা সমাজকে অনিশ্চয়তা ও চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। কতিপয় সুপারিশ কুরআন এবং হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি সকল ধর্মের মূল্যবোধকে তছনছ করে দেবে। বাংলাদেশের জনগণ এক বাক্যে তা প্রত্যাখ্যান করবে।’

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2