যারা বিভাজন করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না: মির্জা ফখরুল

ছবি: বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও গোষ্ঠীর দায়িত্ব হবে ধৈর্য্যের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করা। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, যারা বিভাজন করতে চায় তারা কেউ দেশের ভালো চায় না।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভাইস চেয়ারম্যান ও শ্রমিকদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের স্মরণে সভা করে জাতীয়তাবাদী শ্রমিকদল। রবিবার (২০ এপ্রিল) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্মৃতিচারণ করেন। বলেন, তারা একই চিন্তার মানুষ ছিলেন, সমাজ পরিবর্তনের চিন্তা ছিলো তাদের।
দেশ ও জনগণের স্বার্থে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আলোচনায় আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করা গেলেই তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে।
বিভি/এমআর
মন্তব্য করুন: