• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়ার পথে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স ও হাসান তারিক 

প্রকাশিত: ১২:২৪, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রাশিয়ার পথে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স ও হাসান তারিক 

ছবি: সংগৃহীত

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এডভোকেট হাসান তারিক চৌধুরী আজ (২১ এপ্রিল) সকালে মস্কোর পথে রওয়ানা করেছেন। 

 

আগামী ২২ থেকে ২৫ এপ্রিল ২০২৫ রাশিয়ার মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০ তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক কমরেড লেনিনের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এসময় নেতৃবৃন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতের প্রতি ও কমরেড লেনিন এর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঐতিহাসিক রেভ সংস্কারে।

এ সম্মেলনে সারা দুনিয়ার শতাধিক দেশের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ যোগদান করবেন বলে জানানো হয়েছে। এ সম্মেলনে সিপিবি নেতৃবৃন্দ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহণ এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য রাখবেন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2