• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আ.লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছে আলেম সমাজ: আবু নাসের 

প্রকাশিত: ২১:৫৪, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আ.লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছে আলেম সমাজ: আবু নাসের 

আলেম সমাজ গত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত ও হয়রানির শিকার হয়েছে বলে মন্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১নং সদস্যও। 

সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের হিজলতলা মৌলভীরহাট এলাকায় আনিছিয়া জৌনপুরী খানকা শরীফ ও হোসাইনিয়া মাদ্রাসার উদ্যোগে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।  

এসময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাধ্যমে বেইজ্জতি হয়েছেন আলেম-ওলামারা। মাহফিলে সঠিক ধর্মীয় জ্ঞানের বক্তব্য দিতে পারেননি তারা। মাহফিলের পূর্বে বক্তাদের বলে দেওয়া হতো নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করতে। যখনই সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য প্রকাশ পেত; তখনই মাহফিল বন্ধ করে দেওয়াসহ আলেমদের নানাভাবে হয়রানি করা হতো। 

তিনি বলেন, মসজিদের ইমামরা বক্তব্য দিতে পারতেন না। জুমার বক্তব্যেও শেখ মুজিব ও শেখ হাসিনার নাম উল্লেখ করতে হতো। আওয়ামী লীগ সরকারের পক্ষে বক্তব্য দিতে বাধ্য করা হয়েছে।

রহমাতুল্লাহ বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আওয়ামী লীগের হস্তক্ষেপ ছিল নেতিবাচক ও নিন্দনীয়। দেশের বিভিন্নস্থানের মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগ দিয়েছিল তারা। শিক্ষাব্যবস্থাকে ধংস করে দেওয়া হয়েছিল। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল—তাদেরকেই মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। 

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রিতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জৈনপুরী পীর সাহেব আবু মোজাফফর আনাস সিদ্দিকীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো. মোসারফ হোসেন পান্না (যুগ্ম আহবায়ক চাঁদপুরা ইউনিয়ন, বিএনপি) মো. আবুল খায়ের জলিল যুগ্ম আহবায়ক (চাঁদপুরা ইউনিয়ন, বিএনপি) ইলিয়াছ আহমাদ (সহসভাপতি বরিশাল জেলা ছাত্রদল) ওবায়দুল ইসলাম উজ্জল (সহসভাপতি  বরিশাল মহানগর ছাত্রদল) মো. ইব্রাহিম ঢালী (সাধারণ সম্পাদক ৯নং ওয়ার্ড, বিএনপি) মো. ফারুক হাওলাদার (সাধারণ সম্পাদক ৩নং ওয়ার্ড, বিএনপি) মো. মিজানুর রহমান নিপু (স্বেচ্ছাসেবক দল নেতা চাঁদপুরা ইউনিয়ন) হারুন হাওলাদার (স্বেচ্ছাসেবকদল নেতা)-সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2