• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না’

প্রকাশিত: ১৫:২৬, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না’

পরপর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বলে জাতীয় ঐকমত্য কমিশনে সুপারিশ করেছে বিএনপি। তবে গ্যাপ দিয়ে হতে পারবেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে কমিশনের সাথে বৈঠকের বিরতিতে গণমাধ্যমকে এমন কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। 

একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী, দলপ্রধান ও সংসদ প্রধান না করার প্রস্তাব করেছে বিএনপি। এছাড়া রাষ্ট্রপতির হাতে হাতে কি কি ক্ষমতা রাখা যায় সে বিষয়েও সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা না করেও সিদ্ধান্ত নিতে পারবেন রাষ্ট্রপতি। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের বিরোধিতাও করেছে বিএনপি। 

জুডিশিয়াল নিয়োগ কমিশন গঠনে একমত বিএনপি। এজন্য সংবিধানে নতুন বিধান সংযোজন করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ও বিচারক নিয়োগ একমত পোষণ করেছে বিএনপি। 

ঐকমত্য কমিশন জানিয়েছে ৩৮ রাজনৈতিক দলের মধ্যে ১৫টি দলের সাথে আলোচনা হয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: