বগুড়ায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের দায়িত্ব নিলো ছাত্রদল

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কের খাদে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা ছাত্রদল। খোলা আকাশের নিচে পরিত্যক্ত জায়গায় ওই বৃদ্ধ দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে ছিলেন। তার চিকিৎসা ব্যবস্থা করাসহ পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকালে নন্দীগ্রাম উপজেলার বিজরুল বাজারের কল্যাগাড়ী এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে উদ্ধার করেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। মানবিক কর্মকান্ডের উদ্যোগ নেওয়ায় তিনি ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। নেতাকর্মী ও স্থানীয়দের সহায়তায় বৃদ্ধের চুল কেটে গোসলের পর নতুন পোশাক পরিয়ে দেন জেলা ছাত্রদল সভাপতি। এসময় অস্পষ্ট ভাষায় ওই বৃদ্ধ বলছিলেন, তার নাম বেলাল, মেয়ের নাম গোলাপি। তবে ঠিকানা বলতে গিয়ে এলোমেলো উত্তর দেন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। স্বাভাবিক হলে বৃদ্ধাশ্রমে নিয়ে যাব। পরিচয় শনাক্ত করা সম্ভব হলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব।
বিভি/এসজি
মন্তব্য করুন: