• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান সতর্ক থাকুন: শিবির সভাপতি

প্রকাশিত: ১৬:৩৫, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৪১, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান সতর্ক থাকুন: শিবির সভাপতি

অগ্রগতির বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান তাদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন কেন্দ্রীয় শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তা না হলে তাদের ভয়াবহ পরিণতি হবে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২২ এপ্রিল) রংপুরে তিনদিনের সাংগঠনিক সফরে এসে সকালে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।  

শিবির সভাপতি বলেন, অতিরঞ্জিত বিলাসী জীবনের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। গণহত্যা আর দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্রদের সাথে সরকার পতন আন্দোলনে সংহতি প্রকাশ করেছিলেন। দলীয় শৃঙ্খলা না মেনে স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়েছে। 

তিনি বলেন, রংপুরের উন্নয়ন বৈষম্য ভেঙে শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিকভাবে দৃশ্যমান উন্নয়ন যাতে হয় সে দিকে লক্ষ্য রাখবে শিবির। জুলাই বিপ্লবে যেসব শিক্ষার্থী ফাসিস্ট সরকারের মামলায় জড়িয়েছেন সেসব মামলা দ্রুত সময়ের মধ্যে নিস্পত্তি না হলে সরকারকে চাপ সৃষ্টি করার কথাও জানান তিনি।  

মহানগর শিবির আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় দাওয়া সভাপতি মেজবাহুল করিম, শিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা ছাত্র শিবির সভাপতি ফিরোজ মাহমুদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি জুয়েল রানাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভি/এআই

মন্তব্য করুন: