বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শক্তি এখন দৃশ্যমান: তারেক রহমান

ছবি: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে সব মতভেদ ভুলে দলের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, গণতন্ত্রের স্বার্থে বিএনপি সবকিছু করতে প্রস্তুত। দেশ ও জাতির ভালোর জন্যই বিএনপি ৩১ দফা দিয়েছে জানিয়ে তিনি বলেন, কোনভাবেই মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করা যাবে না।
মঙ্গলবার ( ২২ এপ্রিল) গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরমতের ৩১ দফার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভবিষ্যত প্রজন্মকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে প্রাথিমক শিক্ষার পর্যায় থেকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে নিজের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে। তারপরও বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, খাল খনন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষিতে সংস্কার, নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা, গার্মেন্টসের বিকাশ এবং লাখ লাখ মানুষকে বিদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ৩১ দফার মাধ্যমে ভবিষ্যতেও উন্নয়ন ও সংস্কারের ধারা অব্যাহত রাখার কথা জানান তিনি।
বিএনপির বিরুদ্ধে অনেকে অদৃশ্য শক্তি কাজ করছে জানিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান।
ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পরিচয় বাংলাদেশি জানিয়ে তিনি বলেন, প্রতিটি মানুষের সমর্থন আদায়ে কাজ করতে হবে।
দেশের ২০ কোটি মানুষের সমস্যা সমাধানে প্রত্যেককেই স্ব স্ব অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বিভি/এআই
মন্তব্য করুন: