বর্তমান ইসিকে সদিচ্ছা-সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জামায়াত আমীরের

বর্তমান নির্বাচন কমিশনকে তাদের সদিচ্ছা এবং সক্ষমতা প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ময়মনসিংহের জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
এসময় তিনি আরও বলেন, বর্তমান কমিশন আগে স্থানীয় নির্বাচন দিলে মানুষের উপকার হবে। এতে কমিশনের এসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, তরুণরা হলো এদেশের ভবিষ্যৎ নেতা। যতদিন পর্যন্ত তরুণদের ন্যায্য দাবি পূরণ না হবে ততদিন এই লড়াই থেকে বিশ্রাম নেওয়া যাবে না বলেও জামায়াতের আমীর মন্তব্য করেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: