• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শেখ হাসিনা পালানোর পর ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ 

প্রকাশিত: ১৬:৪৩, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৪৪, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
শেখ হাসিনা পালানোর পর ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ 

গণঅভ্যুত্থানের জেরে শেখ হাসিনার সরকারের পতনের পর গত আট মাসে দেশে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। এর মধ্যে রাজনৈতিক দল ২২টি ও প্ল্যাটফর্ম ৪টি।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম রাজনৈতিক অঙ্গনে নাম লিখিয়েছে।

অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দল এনসিপি ছাড়াও গত আটমাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের সংখ্যা দুই ডজনেরও বেশি। এরইমধ্যে শুক্রবার (২৫ এপ্রিল) নতুন দলের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনে নিয়ে কাজ করা ইলিয়াস কাঞ্চন। 'জনতার পার্টি বাংলাদেশ' নামে আত্মপ্রকাশ করা দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদ।

২২ দলের আত্মপ্রকাশ যেদিন-

* নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ (এনপিপি)- ২৩ আগস্ট ২০২৪ 
* জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টি- ৮ সেপ্টেম্বর ২০২৪ 
* ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি- ১৯ সেপ্টেম্বর ২০২৪ 
* সমতা পার্টি - ২০ সেপ্টেম্বর ২০২৪ 
* বাংলাদেশ জনপ্রিয় পার্টি (বিপিপি)- ২৩ সেপ্টেম্বর ২০২৪ 
* সার্বভৌমত্ব আন্দোলন-২৭ সেপ্টেম্বর ২০২৪
* বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)- ১৫ নভেম্বর ২০২৪ 
* বাংলাদেশ মুক্তির ডাক ৭১- ১৬ নভেম্বর ২০২৪ 
* বাংলাদেশ জাগ্রত পার্টি- ২৮ নভেম্বর ২০২৪ 
* বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি)- ৩০ নভেম্বর ২০২৪ 
* জাতীয় বিপ্লবী পরিষদ- ১৬ ডিসেম্বর ২০২৪ 
* দেশ জনতা পার্টি - ৪ জানুয়ারি ২০২৫ 
* আমজনতার দল- ২৮ জানুয়ারি ২০২৫ 
* বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি- ২৮ জানুয়ারি ২০২৫ 
* বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি)- ১৮ ফেব্রুয়ারি ২০২৫ 
* বাংলাদেশ জন-অধিকার পার্টি- ১৯ ফেব্রুয়ারি ২০২৫ 
* জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- ২৮ ফেব্রুয়ারি ২০২৫ 
* জনতার বাংলাদেশ পার্টি-১৩ মার্চ ২০২৫ 
* জনতার দল-২০ মার্চ ২০২৫ 
* গণতান্ত্রিক নাগরিক শক্তি- ১১ এপ্রিল 
* ভাসানী জনশক্তি পার্টি- ১৩ এপ্রিল ২০২৫ 
* বাংলাদেশ আ-আম জনতা পার্টি (বিএজেপি)- ১৭ এপ্রিল ২০২৫

৪টি রাজনৈতিক প্ল্যাটফর্ম হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), জাতীয় নাগরিক কমিটি (জানাক), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ।  

তবে এত কম সময়ে এতগুলো দলের আত্মপ্রকাশ নিয়ে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।

বিশ্লেষকরা বলছেন, দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে। আর নির্বাচনকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। বলছেন, নির্বাচনের সময় এগোলে "ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে"।

তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাতদৃষ্টিতে গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকক্ষেত্রেই তা স্বার্থ ও ক্ষমতাচর্চার একটি রূপ বলেই মত বিশ্লেষকদের।

একইসঙ্গে ভোটের সময় জোট-রাজনীতিও এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলেও মনে করেন অনেকে।

সূত্র: বিবিসি

বিভি/টিটি

মন্তব্য করুন: