ভারতের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন সারজিস আলম

ছবি: বক্তব্য রাখছেন সারজিস আলম
শেখ হাসিনাকে ফেরত দেওয়া না পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।
জুলাই গণহত্যা, পিলখানা হত্যা ও শাপলা চত্বর গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে শহীদি সমাবেশের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের স্বজনেরা।
এসময় গণত্যাকারী আওয়ামী লীগের বিচার দৃশ্যমান করার জোর দাবি তোলেন স্বজনরা। সমাবেশে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, দেশের শত্রু পলাতক শেখ হাসিনাকে ফেরত দিলেই ভারত-বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হতে পারে।
এদিকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করা হয় এ সমাবেশ থেকে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোর দাবিও তোলা হয় সমাবেশে।
বিভি/এমআর
মন্তব্য করুন: