• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানুষ জামায়াতের খেদমত দেখতে চায়: মাসুদ সাঈদী 

প্রকাশিত: ২২:৩২, ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:৫৮, ২৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মানুষ জামায়াতের খেদমত দেখতে চায়: মাসুদ সাঈদী 

মানুষ গত ৫৩ বছর বিভিন্ন দলের শাসন দেখেছে। এখন বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের খেদমত দেখতে চায় বলে মন্তব্য করেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ এর কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর পৌর শহরে গণসংযোগকালে এ কথা বলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দেখতে চায় জামায়াত কিভাবে দেশকে পরিচালনা করে। বাংলাদেশকে কিভাবে উন্নত বিশ্বের সাথে রোল মডেল হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়া করানো যায়। জামায়াত ইসলামী সেটা চেষ্টা করছে। 

এসময় পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু ব্যক্তি প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

গণসংযোগ অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি মাওলানা ইসহাক আলী, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি মাওলানা বেলায়েত হোসেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: