ড. ইউনূসের মামলা প্রত্যাহার হলেও বিএনপি নেতাকর্মীদের গুলো হয়নি: রিজভী

ফাইল ছবি
আট মাস হয়ে গেলো বিএনপি নেতাকর্মীদের নামে মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলাগুলো প্রত্যাহার হয়ে গেলো কিন্তু বিএনপি নেতাকর্মীদের গুলো হলো না।
শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফের আলোচনায় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আদালত শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন। ফ্যাসিবাদের বিচারকদের বিচার হতে হবে। হিটলারের সহযোগী বিচারকদের যদি বিচার হতে পারে শেখ হাসিনার সহযোগী বিচারকদের কেনো হবে না। অধিকাংশ উপদেষ্টার দুর্নীতির সাথে সম্পর্ক নেই কিন্তু কারো কারো বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সত্য। ডিসেম্বর থেকে জুন, সরকার নির্বাচন নিয়ে কেনো দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে মানুষকে ঘোরাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলেন রুহুল কবির রিজভী।
বিভি/এসজি
মন্তব্য করুন: