• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিস্টার পেং এর সাথে ১২ দলীয় জোটের সমন্বয়কের বৈঠক 

প্রকাশিত: ১৮:২১, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মিস্টার পেং এর সাথে ১২ দলীয় জোটের সমন্বয়কের বৈঠক 

বাংলাদেশ সফররত চায়না কমিউনিস্ট পার্টি IDCPC এর সাউথ ইস্ট এশিয়া ও সাউথ এশিয়ান ব্যুরোর ডিরেক্টর জেনারেল মিস্টার পেং এর সাথে ১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) ঢাকার ওয়েস্টিন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সৈয়দ এহসানুল হুদা বলেন, বৈঠকে চায়না বাংলাদেশ সম্পর্ক গভীর থেকে গভীরতার করা, বন্ধুত্বের বন্ধন দৃঢ করা ও বর্তমান সমসাময়িক রাজনৈতিক ঐক ব্যাপারে কথা হয়েছে। নির্বাচন কবে আশা করছি সে ব্যাপারে মতামত জানতে চাওয়া হয়েছে। সকলের ঐকমত্যের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি বলেছি তোমরা বন্ধু হিসেবে এই ব্যাপারে ভূমিকা রাখতে পারো। আমি আরও বলেছি তোমরা যেহেতু পলিটিকাল স্থিতিশীলতার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছো অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনায় ন্যূনতম সংস্কারের পর ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে ঐক্যমত যেন পোষণ করে সে ব্যাপারে ভূমিকা রাখো। 

তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে আমাদের পাশে থাকবে বলে জানিয়েছেন মিস্টার পেং। বাংলাদেশ চায়নার ৫০ বছরের পূর্তি অনুষ্ঠানটি তারা অত্যন্ত গ্র্যান্ড করতে চায়। এককভাবে নির্বাচন করলে কোন দল ক্ষমতায় আসবে জানতে চাইলে আমি বলেছি নিঃসন্দেহে বিএনপি।
 

বিভি এ/আই

মন্তব্য করুন: