• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক

প্রকাশিত: ২০:২০, ২৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বিএনপির বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে বিএনপি। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানের একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন-এর নেতৃত্বে ৮ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

এর আগে গতকাল শুক্রবার বাংলাদেশ সফরে আসে চায়না কমিনিস্টি পার্টির একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন শনিবার দিনভর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে দলটি।

বৈঠকে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জনাব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জনাব হুমায়ুন কবির, মিডিয়া সেল সদস্য মিসেস মাহমুদা হাবিবা ও বিএনপি চেয়ারপার্সন একান্ত সচিব বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো মিসেস চেন জুয়ানবো, IDCPC তৃতীয় সচিব দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো জনাব চেন ইয়াংপেই, IDCPC ব্যুরো ফর দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশীয় অ্যাফেয়ার্স জনাব ঝাং গুইউ, IDCPC ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত জনাব ইয়াও ওয়েন, ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক জনাব ঝাং জিং ও ঢাকাস্থ চীনের দূতাবাসের রাজনৈতিক বিভাগে সংযুক্ত মিসেস লিউ হংরু।

বিভি এ/আই

মন্তব্য করুন: