• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় খালাস আমীর খসরু

প্রকাশিত: ১৫:৫০, ২৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় খালাস আমীর খসরু

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় ভাইরাল এক ফোনালাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। 
তার সঙ্গে খালাস পেয়েছেন মামলার আরও চার আসামি।

রবিবার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলার শুনানি শেষে তাদের খালাস ঘোষণা করে রায় দেন। 

খালাস পাওয়া অন্য আসামিরা হলেন- ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী, মো. রফিকুল ইসলাম নয়ন, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি। 

এদিন রায় ঘোষণার আগে আদালতে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ জুলাই বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নিহত হন। এরপর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে আমীর খসরুর একটি কথিত ফোনালাপ ছড়িয়ে পড়ে। এতে ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনে ২০১৮ সালের ৫ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন ডিবির তৎকালীন পল্লবী জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শামীম আহমেদ। মামলায় আমীর খসরু ও ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2