সংস্কারে ব্যক্তি-দল-গোষ্ঠীর চাইতে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান নুরের

ছবি: সংগৃহীত
চলমান সংস্কারে ব্যক্তি-দল-গোষ্ঠীর চাইতে দেশকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর। আর সংস্কার বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই বাস্তবায়নের দাবি তার।
সোমবার (২৮ এপ্রিল) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠকে বসে গণঅধিকার পরিষদের সঙ্গে। নুরুল হক নুরের নেতৃত্বে গণধিকারের ৯ সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, আলোচনার মাধ্যমে জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের কাজ।
তিনি জানান, ৩৯টি রাজনৈতিক দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব এসেছে। ১৯ দলের সাথে আলোচনা শেষ হয়েছে। ১৬৬ টি প্রস্তাবের বাইরেও, সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
বিভি এ/আই
মন্তব্য করুন: