ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় ঐক্যের প্রয়োজনঃ কাদের

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে দেশের আপামর জনতা যেভাবে ঐক্য গড়ে তুলেছিলো, ষড়যন্ত্রকারীদের মোকাবিলায় বর্তমানেও একই ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (০৭ মার্চ) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদেন শেষে সাংবাদিকদের এই কথা বলেন দলের সাধারণ সম্পাদক।
এই সময় ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতাবিরোধীরা এখনও ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে এদের মোকাবিলা করা হবে।
এর আগে এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন শেষে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের।
এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
আজ ঐতিহাসিক ৭ মার্চ। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের মহাকাব্যিক ভাষণের দিনটি বাঙালি জাতির কাছে এক অবিস্মরণীয় দিন।
বিভি/রিসি
মন্তব্য করুন: