• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশব্যাপী নীরব দুর্ভিক্ষ চলছেঃ মির্জা ফখরুল

প্রকাশিত: ১৬:৪৭, ৮ মার্চ ২০২২

আপডেট: ১৭:০৬, ৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দেশব্যাপী নীরব দুর্ভিক্ষ চলছেঃ মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশব্যাপী নীরব দুর্ভিক্ষ চলছে।  আওয়ামী লীগ নেতাদের সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। মানুষ মুখ লুকিয়ে চাল ডালের জন্য টিসিবি’র ট্রাকের সামনে যুদ্ধ করছে। এই থেকে রক্ষা পেতে সরকার হটানোর বিকল্প নেই।’

আজ মঙ্গলবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশে তিনি এসব কথা বলেন।  

বিএনপি’র মহাসচিব বলেন, সরকারি দলের লোকেরা জনগনের টাকা লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। দুর্নীতি লুটপাটের কারণে এক শ্রেণীর লোক ধনী হচ্ছে আর গরীব হচ্ছে আরেও গরীব।

বর্তমান সরকার, নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগসহ প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি’র মহাসচিব বলেন, যুদ্ধ শুরু হয়েছে মাত্র কয়েকদিন। কিন্তু জিনিসপত্রের দাম আগে থেকে বাড়লেও সরকার তাতে ভ্রুক্ষেপ করেনি। 

আরও পড়ুন:

 

সমাবেশে বিএনপি নেতারা বলেন, সরকার উন্নয়নের নামে জনগনের পকেট কাটছে। জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস চরমে উঠলেও সেদিকে নজর নেই। 

ঢাকা মহনগরের  বিভিন্ন ওয়ার্ড, থানা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। যোগ দেন নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জসহ ঢাকার আশপাশের জেলার যুবদলের নেতাকর্মীরাও।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2