• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানববন্ধন করেই জাতীয়তাবাদী মহিলা দলের ১২ নেতা বহিষ্কার

প্রকাশিত: ১৫:১৯, ১২ মার্চ ২০২২

আপডেট: ১৫:২৬, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
মানববন্ধন করেই জাতীয়তাবাদী মহিলা দলের ১২ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় কমিটির চার সদস্যসহ ১২ জনকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী মহিলা দল। এই তথ্য বাংলাভিশন ডিজিটালকে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস।

তিনি বলেন, মহিলা দল আগের থেকে অনেক সুশৃঙ্খল সংগঠনে পরিনত হয়েছে। সারাদেশে কর্মতৎপরতাও বৃদ্ধি পেয়েছে। অতএব দলের মধ্যে যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ করবেন, তাদের বিষয়ে সংগঠন কঠিন হতে বাধ্য হবে।

শনিবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইয়াসমিন আরা হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, মনি বেগম, মমতাজ চৌধুরী টুটু, মাসুদা খান লতা, মতিঝিল থানা শাখার সভাপতি বিউটি বেগম, শ্যামপুর থানা শাখার সভাপতি নাছিমা তালুকদার, যাত্রাবাড়ী থানা শাখার সহসভাপতি মুনমুন, মতিঝিল থানা শাখার সাংগঠনিক সম্পাদক কোহিনুর বেগম, ডেমরা থানা শাখার সভাপতি লায়লা, কোতোয়ালি থানা শাখার সদস্য মিতা দত্ত, সূত্রাপুর থানার শাখার সদস্য আলেয়া বেগম এবং যাত্রাবাড়ী থানা শাখার প্রচার সম্পাদক মহুয়াকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বহিস্কৃতরা অভিযোগ করেছেন, পদবঞ্চিত হয়ে মহিলা দলের এই নেত্রীরা শুক্রবার ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এসময় তারা মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের পদত্যাগ দাবি করেন। এ কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

 

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2