সরকারের মুখে চুনকালি মাখাচ্ছে দুর্নীতিবাজরা: ইনু

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অর্থনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে সরকারের মুখে চুনকালি মাখাচ্ছে দুর্নীতিবাজরা। উন্নয়ন হয়েছে, বৈষম্য বেড়েছে। দুর্নীতি সিন্ডিকেট নিশ্চিহ্ন করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নির্বাচনের দোহাই দিয়ে দুর্নীতিবাজদের কিছু বলবেন না- তা হবে না। অর্থনীতি বাচাতে হলে দুর্নীতির সিন্ডিকেটকে জঙ্গিদের মতো কঠোরভাবে দমন করতে হবে।
তিনি বলেন, সবাইকে নিয়ে নির্বাচন রাজনীতির মাথা ব্যথা। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে রাজনীতির মাথাব্যথা দূর হবে না। অতীতে চারটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলেও এ মাথাব্যথা দূর হয়নি।
শনিবার দুপুরে সিলেট নগরীর দরগা গেইটের শহীদ সোলেমান হলে জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত অগ্নিঝরা মার্চ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাজাকার, জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকরা রাষ্ট্রের ওপর আক্রমণ করছে। তারা পূজায় আক্রমণ করছে, ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব, হেফাজতের তান্ডব চালাচ্ছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না।
সাবেক মন্ত্রী আরো বলেন, সামরিকতন্ত্র ও রাজাকারতন্ত্র যমজ শয়তান। এ চক্র বাংলাদেশের ওপর থাবা মারে পচাত্তরের ১৫ আগস্টের পর থেকে। এ চক্র মীমাংসিত বিষয়কে বিতর্কিত করে। তারা মৌলিক বিষয় অস্বীকার করে। সামরিক ও রাজাকারতন্ত্রের কারণে বাংলাদেশ ক্ষতবিক্ষত হলো। গণতন্ত্রের বাগানে কজোর করে রাজাকার, সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দেয়া হলো।
রাজাকারতন্ত্রের পৃষ্ঠপোষক ছিলো সামরিকতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, আর তাদের বর্ধিত সংস্করণ বিএনপি। তারা মুখে গনতন্ত্রের কথা বললেও আসলে তারা পাকিস্তানপন্থী। তারা বাঙালিত্ব, সংবিধান অস্বীকার করে। যমজ শয়তান বাংলাদেশের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করে, তা এখনও চলছে।
সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ারুল হক, যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুনুর রশীদ, মৌলভীবাজার জেলা জাসদের সভাপতি আবদুল হকসহ সিলেট জেলা ও মহানগর জাসদের নেতারা।
বিভি/ডিএস/এইচএস
মন্তব্য করুন: