• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে গণসংহতির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:৪৪, ১৪ মার্চ ২০২২

আপডেট: ১৫:৪৫, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে গণসংহতির অবস্থান কর্মসূচি

বিইআরসি

জনগণের পকেট কেটে প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে আগামীকাল ১৫ মার্চ মঙ্গলবার বিইআরসি’র সামনে অবস্থান কর্মসূচি ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন। রাজধানীর কাওরানবাজারে সকাল সাড়ে ১১টায় এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

সোমবার (১৪ মার্চ) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লুটেরাদের স্বার্থে জনগণের পকেট কেটে প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে বিইআরসি-র সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচিতে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, ফাল্গুনি সরকার, ইমরাদ জুলকারনাইন ইমন, দীপক রায়সহ কেন্দ্রীয় নেতারা।

আগামী ২১–২৪ মার্চ ২০২২ গ্যাসের মূল্য ১১৭ ভাগ বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে এ শুনানির নামে প্রহসন বন্ধ করে মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধের আহ্বান জানানো হয়।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2