• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদঃ বিএনপি

প্রকাশিত: ১৫:১৩, ১৭ মার্চ ২০২২

আপডেট: ১৫:১৪, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
খন্দকার দেলোয়ার হোসেন ছিলেন দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদঃ বিএনপি

ফাইল ছবি

দলের সাবেক মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) দলের নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় নেতারা এক এগারোর সময় দলের মহাসচিব হিসেবে খন্দকার দেলোয়ার হোসেনের ভূমিকার কথা তুলে ধরেন। 

তারা বলেন, তিনি ছিলেন দৃঢ়চেতা ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য। মহাসচিবের দায়িত্ব নিয়ে দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে তিনি যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তারা। বিএনপির দুঃসময় এখনও চলছে উল্লেখ করে নেতারা এই দুঃসময়ে খন্দকার দেলোয়ার এবং ব্যারিষ্টার মওদুদ আহমদের মত রাজনৈতিক ব্যক্তিদের প্রজ্ঞা বড়ই প্রয়োজন ছিলো বলে মন্তব্য করেন তারা।

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2