দুই কোটি নাগরিককে কম মূল্যে নিত্যপণ্য দেয়ার দাবি

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী
দুই কোটি নাগরিককে কম মূল্যে নিত্যপণ্য দেয়ার ব্যবস্থার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।
শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে তিনি এ দাবি জানান।
ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মধ্যবিত্ত আরো গরিব হয়ে যাচ্ছে। সরকারের উচিত দ্রুত এই সংকটের সমাধান করা।
তিনি বলেন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের খরচ কমিয়ে দরিদ্র মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে। অন্য বক্তারা বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা, হাজিরা বোনাস, নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে। শ্রমিক পরিবারগুলোকে স্বল্পমূল্যে রেশনিং পদ্ধতি চালুর দাবি জানান বক্তারা।
বিভি/এইচএস
মন্তব্য করুন: