সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

সাবেক রাষ্ট্রপতি ও সাবেক বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের।
শনিবার (১৯ মার্চ) এক শোক বার্তায় প্রয়াত রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
শোক বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, মহান আল্লাহ্ যেন তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।
সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ-এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।
বিভি/এইচএস
মন্তব্য করুন: