• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাফরুল্লাহ-কলিমুল্লাহসহ পল্লীবন্ধু পদক পাচ্ছেন ৮ জন  

প্রকাশিত: ১৬:০৯, ১৯ মার্চ ২০২২

আপডেট: ১৬:৩০, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
জাফরুল্লাহ-কলিমুল্লাহসহ পল্লীবন্ধু পদক পাচ্ছেন ৮ জন  

ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্ল্যাহসহ  আটজন বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন পল্লীবন্ধু পদক-২০২১।  আগামীকাল রবিবার (২০ মার্চ) প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৯২তম জন্মদিনে সন্ধ্যা সাড়ে ৬টায় প্যান প্যাসেফিক হোটেল সোনারগাঁও-এর বলরুমে বিশিষ্ট এই আট ব্যক্তির হাতে পদক তুলে দেওয়া হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী শনিবার (১৯ মার্চ) এই তথ্য জানান। 

তিনি জানান, অনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য, সাহিত্য, কৃষি, সঙ্গীত, শিক্ষা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ক্রীড়া ও শিল্পে বিশেষ অবদানের জন্য আট বিশিষ্টজনকে পল্লীবন্ধু পদক-২০২১ দেওয়া হবে।

পল্লীবন্ধু পদক-২০২১ পাচ্ছেন যারা:

আরও পড়ুন:

 

দেশের স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বনামধন্য কবি ফজল শাহাবুদ্দীন (মরণোত্তর), কৃষিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, সঙ্গীতে বিশেষ অবদানের জন্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্ল্যাহ, গ্রামীন অবকাঠামো উন্নয়নে বিশেষ অবদানের জন্য বরেণ্য নগর ও আঞ্চলিক পরিকল্পণাবিদ ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিক (মরণোত্তর), ক্রিড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ক্রীড়াবিদ গোলাম সরোয়ার টিপু এবং শিল্প ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল ওয়াহেদ বাবুল।     

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2