• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সন্ত্রাসী হামলায় নিহত টিপু`র জানাজায় মেয়র তাপস 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৩১, ২৫ মার্চ ২০২২

আপডেট: ১৬:৪১, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সন্ত্রাসী হামলায় নিহত টিপু`র জানাজায় মেয়র তাপস 

শেখ ফজলে নূর তাপস

বৃহত্তর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি জাহিদুল ইসলাম টিপু'র নামাজে জানাজায় অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।  

শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২.৩০টায় মতিঝিল এজিবি কলোনি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই নামাজে জানাজায় অংশ নেন মেয়র। জানাজা শেষে ডিএসসিসি’র মেয়র মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ঢাকা মহানগরীর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামালসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা ও এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরে ডিএসসিস ‘র মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত জাহিদুল ইসলাম টিপু'র শাহজাহানপুর ঝিলবাগিচা এলাকার বাসায় যান এবং মরহুমের স্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, পুত্র-কন্যাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং তাদের প্রতি সহানুভূতি জানান।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2