• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের জন্মবার্ষিকীতে নানা আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১, ১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের জন্মবার্ষিকীতে নানা আয়োজন

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের কবর

অবিভক্ত ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) তার কর্মময় জীবনকে স্মরণ করে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আজিমপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া নাজিরা বাজার বাসভবনে দোয়া মাহফিলসহ দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত পরিবার ও শিশুদের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালন করেছে।

মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক সচিব ও জনসংযোগ কর্মকর্তা মোহা. হাবিবুল ইসলাম সুমন বলেন, নন্দিত এই নেতার একমাত্র পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণের নির্বাচিত সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রয়াত বাবার জন্মবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

১৯৪৪ সালের এই দিনে পুরান ঢাকার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ হানিফ। ১৯৯৪ সালে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি ঢাকার প্রথম মেয়র নির্বাচিত হন। 

তিনি ছিলেন, বঙ্গবন্ধুর একান্ত সচিব ছিলেন। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে শেখ হাসিনার ওপর নারকীয় গ্রেনেড হামলার সময় নিজের জীবন তুচ্ছ করে মানবঢাল রচনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেন মোহাম্মদ হানিফ। একের পর এক ছোড়া গ্রেনেডে বঙ্গবন্ধুকন্যা প্রাণে রক্ষা পেলেও মারাত্মক আহত হন তিনি। তার মস্তিকসহ দেহের বিভিন্ন অংশে অসংখ্য স্প্রিন্টার ঢুকে পড়ে। দুঃসহ যন্ত্রণা সহ্য করেও মোহাম্মদ হানিফ জাতীয় রাজনীতিতে সক্রিয় থেকেছেন। 

২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গণে এক সমাবেশে সভাপতির ভাষণ দেওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। ব্যাংককে তীব্র যন্ত্রণা ভোগ করে দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকায় ফিরে ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে ৬২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবসান ঘটে মোহাম্মদ হানিফের কর্মময় বণার্ঢ্য রাজনৈতিক জীবনের।

বিভি/এসএইচ/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2