আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু

নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়নের জন্য আজ শনিবার থেকে সদস্য সংগ্রহ বই বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (২ এপ্রিল) বেলা ১১টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি মনিসহ কয়েকজন নেতা নির্ধারিত ফি দিয়ে তাদের সদস্য পদ নবায়ন করেন। এবং তাতে স্বাক্ষর করেন স্বয়ং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে শুক্রবার (১ এপ্রিল) বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের লক্ষ্যে সংগঠনের সাংগঠনিক ইউনিটসমূহের মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ করা হবে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: