• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কারাগারে বিএনপি নেতা ইশরাক

প্রকাশিত: ১৪:৪৮, ৬ এপ্রিল ২০২২

আপডেট: ১৪:৫২, ৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
কারাগারে বিএনপি নেতা ইশরাক

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। 

গ্রেফতারের বিষয়টি বাংলাভিশনকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এনামুল হক মিঠু। 

রাজধানীর মতিঝিল থেকে আটকের পর এই নেতাকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতারি পরোয়ানামূলে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ।

আদালতে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে এই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2