ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি
বিএনপি নেতা ইশরাক হোসেন-এর বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইশরাক আদালতে জামিন চাইতে পারেন, আদালতে বিষয়টি ফয়সালা হবে। এর আগে আলোচনায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দেশ আবারও আন্ধকারে নিমজ্জিত হবে। তাই যেকোন অপপ্রচার রোধে তরুণ সমাজকে সচেতন থাকার আহবান জানান তিনি। সাইবার ক্রাইমের মাধ্যমে সামাজিক মাধ্যমে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচি থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।
বিভি/এএন
মন্তব্য করুন: