• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইঞ্জিনিয়ার ইশরাকের মুক্তি নিয়ে গুজব

প্রকাশিত: ১৩:২০, ১০ এপ্রিল ২০২২

আপডেট: ১৭:৪৭, ১০ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ইঞ্জিনিয়ার ইশরাকের মুক্তি নিয়ে গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির গুজব ছড়িয়েছে। এতে বিভ্রান্ত হয়ে পড়েছেন পরিবারসহ অনেকেই। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, এখনো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জামিন পাননি। একটি মহল স্বার্থসিদ্ধির জন্য কৌশলে এই গুজব ছড়িয়েছে।

বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। 

আটকের পর এই নেতাকে দুই বছর আগের গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। 

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। এছাড়া দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্যও তিনি। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন বিএনপির এই তরুণ নেতা।

আরও পড়ুন:

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2