• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সরকারের মদদে সারাদেশে দুর্নীতির মহোৎসব চলছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ১৪:৩৬, ১১ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
সরকারের মদদে সারাদেশে দুর্নীতির মহোৎসব চলছে: মির্জা ফখরুল

ফাইল ছবি

সরকারি দলের কয়েকজন নেতার দুর্নীতির তথ্য দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে বিএনপি

দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সরকারি দলের কয়েক নেতার দুর্নীতির তথ্য জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল।

এর আগে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুদক সচেতনভাবে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিদের দুর্নীতির তদন্ত থেকে বিরত থাকছে। সরকারের সক্রিয় যোগসাজশে এসব দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । বলেন, সরকারের মদদে সারাদেশে দুর্নীতির মহোৎসব চলছে। অথচ দুর্নীতি দমন কমিশন সরকারি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো ধরণের ব্যবস্থা নিচ্ছে না বলে জানান বিএনপি মহাসচিব। এর বিরুদ্ধে জনমত তৈরি করা হবে বলে জানান তিনি। ভবিষ্যতে সরকারের দুর্নীতির বিষয়ে শ্বেতপত্র প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2