ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললো ছাত্রশিবির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁদের নেতৃত্ব দেশের বিপন্ন গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে ছাত্র সমাজ ও জনগণের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে।
শিবির নেতারা প্রত্যাশা করেন, নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।
বিভি/এনএম
মন্তব্য করুন: