• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললো ছাত্রশিবির

প্রকাশিত: ১০:৪৬, ১৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ছাত্রদলের নতুন কমিটি নিয়ে যা বললো ছাত্রশিবির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রবিবার (১৮ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল রাজিবুর রহমান বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ জুয়েলকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। তাঁদের নেতৃত্ব দেশের বিপন্ন গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে ছাত্রসমাজকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনকে বেগবান করে ছাত্র সমাজ ও জনগণের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখবে।

শিবির নেতারা প্রত্যাশা করেন, নতুন নেতৃত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে। দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদল, ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক ছাত্রসংগঠনগুলো কার্যকর ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2