ক্ষমতায় টিকে থাকতে সরকার আগ্রাসন চালাচ্ছে: মির্জা ফখরুল

ফাইল ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সরকার পরিকল্পিতভাবে বিরোধী মতের রাজনীতি ধ্বংসের চক্রান্ত করছে। ক্ষমতায় টিকে থাকতে সরকার আগ্রাসন চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বুধবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীনরা একদিকে ইতিহাস বিকৃতি করছে, আরেকদিকে অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়ে দেশকে পরনির্ভরশীল করে ফেলছে।
বিএনপি মহাসচিবের অভিযোগ, জনগনের নিরাপত্তার বদলে হয়রানি করতে ব্যস্ত পুলিশ। নিউমার্কেট এলাকায় সংঘর্ষ এবং কলাবাগান তেতুলতলা মাঠ দখলের প্রতিবাদ করায় মা ও ছেলেকে আটক তার প্রমাণ।
বিভি/এএন
মন্তব্য করুন: