১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেও পেট ভরেনি সরকারের: গয়েশ্বর

সরকারকে রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আন্দোলনরত দলগুলোকে নিয়ে নির্বাচনের পরেই জাতীয় সরকার গঠন করা হবে।
নিউ মার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ আয়োজিত সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ছাত্রলীগের চাঁদাবাজির কারণেই নিউ মার্কেটে সংঘর্ষের ঘটনা। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ঢাকা শহরের এমন কোন মার্কেট নেই যেখানে চাঁদাবাজি নেই। টেন্ডারবাজি, দুর্নীতি লুটপাটই সরকারের কাজ। ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেও তাদের পেট ভরেনি, দুর্নীতি লুটপাট করেই যাচ্ছে। জনগণ সরকারের বিদায় চায়।
গয়েশ্বর বলেন, গণমাধ্যমে বিএনপি নেতাদের প্রচারিত বক্তব্যে জনগণ আগ্রহী নয়। সাধারণ মানুষ বিএনপিকে মাঠে দেখতে চায়। সরকার পতনের আন্দোলন চলমান। তবে এর গতিবিধি পরিবর্তন হতে পারে।
বিভি/এজেড
মন্তব্য করুন: