তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি কবর দিয়ে দিয়েছে: এলজিআরডি মন্ত্রী

কুমিল্লায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রতিটি নির্বাচনই সরকারের জন্য চ্যালেঞ্জ। আইনের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা লাকসামে আয়োজিত ঈদ পূণর্মিলনী ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশে এতো বেশি নিরপেক্ষ নির্বাচন কমিশন আগে কখনো হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি এখন কত কথাই বলে, তত্ত্বাবধায়ক সরকারটাকে বিএনপি কবরে দিয়ে দিয়েছে।’
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুস ভূইয়া, লাকসাম পৌর আওয়ামী লীগের সভাপতি তাবারুক উল্লাহ কায়েছসহ দলের আন্যান্য নেতা-কর্মীরা।
বিভি/এসএম/এইচএস
মন্তব্য করুন: