• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভিন্ন কৌশল, তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি’র না

প্রকাশিত: ০৮:২৪, ৯ মে ২০২২

আপডেট: ০৮:২৪, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ভিন্ন কৌশল, তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি’র না

বিরোধী রাজনৈতিক দলগুলোর বিষয়ে ভিন্ন কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচনের মাঠে তাদেরকে আনতে ‘নমনীয়’ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন শনিবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো যদি রাজনৈতিক কর্মসূচি পালন করে সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে পারতপক্ষে বিরোধিতা না করার পরামর্শ দেয়া হয়েছে। বৈঠকে প্রধান বিরোধী দল বিএনপি যাতে নির্বাচনে অংশ নেয় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ারও পরামর্শ আসে। 

বৈঠক সূত্রে জানাগেছে, প্রেসিডিয়ামের একজন সদস্য আলোচনার শুরুতেই বিএনপিকে নির্বাচনে আনার প্রসঙ্গ আনেন। একজন যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিমত করে বলেন, বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব কি আওয়ামী লীগের। তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে দলীয় সভানেত্রী বলেন, আগামী নির্বাচনে এমপিদের নিজ যোগ্যতায় জয়ী হয়ে আসতে হবে। বিরোধীদের সঙ্গে প্রতিযোগিতা করেই বিজয়ী হতে হবে। 

এমপিদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক ও সামাজিক তৎপরতা বাড়ানোরও নির্দেশনা দেয়া হয়েছে বৈঠক থেকে। পুরো বৈঠক থেকে মূলত আসন্ন জাতীয় নির্বাচনের ওপর জোর দিয়ে নেতাদের নির্দেশনা দেন দলীয় সভানেত্রী।

আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এ সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আওয়ামী লীগ সব সময় নির্বাচনমুখী দল। তাই আগামী নির্বাচনের আগে একটি সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করতে চায়। যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে তাই এ দায়িত্বটা আওয়ামী লীগেরই বেশি। তবে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাহলে এর জবাব দেয়া হবে। দলের নেতা-কর্মীরা জনগণের স্বার্থে তা মোকাবিলা করবে। 

দলীয় সূত্র জানায়, বিরোধী দলগুলো সভা-সমাবেশ করতে পারছে না- এমন একটা বার্তা তারা বহির্বিশ্বে দিচ্ছে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সামনে যাতে বিরোধীরা এমন প্রচারণা না চালাতে পারে এজন্য তাদের বিষয়ে নমনীয় মনোভাব দেখাতে বলা হয়েছে। বিশেষ করে সামনে নির্বাচন থাকায় সব দল যাতে মাঠে নামে। সভা-সমাবেশ ও প্রচারণা চালায় তা নিশ্চিত করতেই আওয়ামী লীগ এই বার্তা দিয়েছে। 

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী জানান, আগামী নির্বাচনে সব আসনে ইভিএম ব্যবহারের চিন্তা রয়েছে। 


তত্ত্বাবধায়কেই অনড় বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি বছর দেড়েক। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। আসন্ন নির্বাচনে তীক্ষ্ণ নজর রয়েছে আন্তর্জাতিক মহলের। বিগত নির্বাচনগুলো নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ ছিল বিস্তর। এসব অভিযোগের কারণে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলোও নানা সময়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। এই অবস্থায় সামনের জাতীয় নির্বাচন কেমন হবে এই প্রশ্ন সবার সামনে। 

আওয়ামী লীগ তাদের অধীনে নির্বাচন করতে চায় কিন্তু বিএনপিসহ বিরোধীরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে সাফ জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেয়ার পরই নির্বাচনের বিষয়ে চিন্তা করবেন তারা। সরকারকে এই দাবি মেনে পদত্যাগ করতে হবে। নইলে রাজপথে কঠোর কর্মসূচি পালন করবে বিরোধীরা। করনীয় নির্ধারণে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরবর্তী নির্বাচন সম্পর্কে আমাদের কথা পরিষ্কার, আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে, সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করলে, নির্বাচনের কোনো প্রশ্নই উঠতে পারে না। আর ইভিএম তো পরের কথা। তিনি বলেন, এই সরকারের অধীনে আগামীতে নির্বাচনে যাওয়া মানে বিএনপি’র রাজনৈতিক আত্মহত্যা। তাই বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। নিরপেক্ষ সরকারের দাবি পূরণের জন্য সারা দেশে আন্দোলন করতে হবে।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন বিএনপি’র স্লোগান হচ্ছে ‘শেখ হাসিনার বদলে কেয়ারটেকার, ইভিএমের বদলে ব্যালট পেপার’। আগে এই সরকারকে যেতে হবে। তারপরে ইভিএমও বাদ দিতে হবে। সরকার এবং ইভিএমকে বিদায় করে দেশের মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এটা যদি এমনিতে না হয় তাহলে আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। এই বিষয়ে আপস করার কোনো সুযোগ নেই।
 
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ইভিএম সারা বিশ্বেই প্রত্যাখ্যাত হয়েছে। আমি ভোট দিবো একটাতে আর চলে যাবে আরেকটাতে। এই কাজটা অতি সহজেই করা যায়। 

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2