• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৯ নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ১০ মে ২০২২

আপডেট: ১৭:০৫, ১০ মে ২০২২

ফন্ট সাইজ
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ৯ নেতা কারাগারে

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলসহ ৯জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ মে) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমানের আদালতে আসামিরা হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কারাগারে প্রেরণ করা অন্য আসামিরা হলেন- চাঁদপুর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালী, মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উদ্দিন শিশু, শামসুল আলম সূর্য, মাসুদ মাঝি, খোকন মিজি ও সদস্য ইয়াসিন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি অ্যাড. রণজিৎ রায় চৌধুরী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কামাল উদ্দিন ও অ্যাড. এটিএম মোস্তফা কামাল।

জানা যায়, চলতি বছরের ৯ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে ৮৯ জনকে আসামি করে মামলা দায়ের করে। 

এদিকে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাদের জামিন নামঞ্জুরের খবর পেয়ে চাঁদপুর আদালতে বিএনপির দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী একত্রিত হয় এবং তাদের মুক্তির দাবিতে নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল বের করেন।

বিভি/আরবি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2