এবার ইভিএম দিয়ে ভোট কারচুপির ষড়যন্ত্র সরকারেরঃ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দিনের ভোট রাতে করতে পারবে না জেনেই এবার ইভিএম দিয়ে ভোট কারচুপির ষড়যন্ত্র করছে সরকার।
বুধবার (১১ মে) চাঁদপুর জেলা বিএনপির নব গঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন টুকু।
তিনি অভিযোগ করেন, ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণের আস্থা হারিয়েছে আওয়ামী লীগ। তাই জনগণের প্রতিনিধিত্ব করা কোনো দল ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন, বিএনপির এ নেতা। তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনেই পরাজিত হবে সরকার।
বিভি/রিসি
মন্তব্য করুন: