ভরা মৌসুমে চালের দাম বাড়ছে: মির্জা ফখরুল

সরকারের ভুল পরিকল্পনা ও নিজেদের ব্যবসায়ীর কারণে ভরা মৌসুমে চালের দাম বাড়ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৭ মে) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সিন্ডিকেটের চাঁদাবাজির কারণে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। জবাবদিহিতার অভাবে কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে সরকার কাজ করেনি।
সাধারণ মানুষের স্বার্থ না দেখে যেখানে দুর্নীতি, মুনাফা, কমিশন সেখানেই কাজ করে সরকার।
হাওড় অঞ্চলে বাধ নির্মাণে কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। এই দুর্নীতির সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিভি/এএন
মন্তব্য করুন: