• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিনা উস্কানীতে হামলা চালিয়েছে ছাত্রলীগ: মির্জা ফখরুল 

প্রকাশিত: ১৫:০৮, ২৪ মে ২০২২

ফন্ট সাইজ
বিনা উস্কানীতে হামলা চালিয়েছে ছাত্রলীগ: মির্জা ফখরুল 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানীতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। 

মঙ্গলবার (২৪ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে শতাধিক ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছে। হামলার জন্য দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার দাবি করেন তিনি।

মির্জা ফখরুল জানান, ঐক্যবদ্ধ আন্দোলনের রুপরেখা তৈরি করতে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করতে যাচ্ছে বিএনপি। ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থাকবে কি থাকবে না, তা এই আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এজন্য জামায়াতসহ জোটের সব দলের সাথে আলোচনা হবে বলে জানান তিনি। 

বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার প্রধানমন্ত্রীর হুমকির প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা বাদে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।    

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2