জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না: রিজভী

ফাইল ছবি
মুক্তিযুদ্ধে অবদান, আধুনিক বাংলাদেশ বিনির্মাণ, দেশপ্রেম, সততা ন্যায়নিষ্ঠার কারণেই জিয়াউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের গায়ের জ্বালা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ যতো চেষ্টাই করুক, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় দিনের মতো নানা কর্মসূচী পালন হচ্ছে। মঙ্গলবার (৩১ মে) সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস।
আরও পড়ুন:
- দৈনন্দিন জীবনের এই ছোট পাঁচটি আমল বদলে দেবে ভাগ্য
- স্থানীয়ভাবে সমাধান পাননি, বিষ-কাফনের কাপড় নিয়ে ইসিতে প্রার্থীরা
এছাড়া, জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গরীব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন জায়গায় জিয়াউর রহমানের জন্য মিলাদ ও দোয়া মাহফিলেও সরকার দলীয় ক্যাডাররা হামলা ও ভাংচুর চালিয়েছে। পঁচাত্তরে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল, আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনেছিলেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
বিভি/এজেড
মন্তব্য করুন: