বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে কাল বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলটির দফতর থেকে জানানো হয়েছে, রবিবার (১২ জুন) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১১ জুন) দুপুরে জরুরিভিত্তিতে বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হয়। তার হৃৎপিণ্ডে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।
বিভি/এনএ
মন্তব্য করুন: