ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

ফাইল ছবি
ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারতের ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব এবং বক্তব্যদানকারী ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই কর্মসূচি।
বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে তারা জড়ো হতে শুরু করেছেন। এখান থেকে সবাই ভারতীয় দূতাবাস অভিমুখে অগ্রসর হবেন। গণমিছিলের নেতৃত্ব দিবেন দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।
গত ১০ জুন শুক্রবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
দলটির নেতারা জানান, ইতোমধ্যেই গণমিছিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈমানদার দেশপ্রেমিক বিপুল সংখ্যক তৌহিদী জনতার ব্যাপক উপস্থিতিতে গণমিছিল সফল হবে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: