• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জামায়াতের পর এলডিপিও বললো ২০ দলীয় জোট নাই (ভিডিও)

প্রকাশিত: ২০:৩৮, ২৮ আগস্ট ২০২২

আপডেট: ২২:১৫, ২৮ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
জামায়াতের পর এলডিপিও বললো ২০ দলীয় জোট নাই (ভিডিও)

ড. রেদোয়ান আহমেদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বিশ দলীয় জোট এখন আর নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে জোটের অনেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। জোটের মাধ্যমে নয়, যার যার মতো আন্দোলনে অংশগ্রহণ করবেন। যার প্রেক্ষিতে বিএনপি নিজস্ব উদ্যোগেই বেশ কয়েকটি বড় কর্মসূচি পালন করছে। যার সাথে জোটের কোনো সম্পৃক্ততা নেই।

রবিবার (২৮ আগস্ট) বিকালে এলডিপি কার্যালয়ে বাংলাভিশনকে তিনি একথা বলেন। 

এর আগে রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেয়

এলডিপি মহাসচিব বলেন, জোট থেকে জামায়াত ইসলামী আলাদা হওয়ায় রাজনীতিতে খুব বেশি একটি প্রভাব পড়বে না। বিএনপি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরাও সেই দাবির সমর্থনে কয়েকটি কর্মসূচি পালন করছি। জামায়াতে ইসলামও একই কথা বলে আন্দোলন করতেছে, যে এই সরকারের পতন চায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়।  

আরও পড়ুন: জামায়াতের জোট ছেড়ে দেওয়া নিয়ে বিএনপির বক্তব্য

এই সরকারের পতনের আন্দোলনে সকল বিরোধী রাজনৈতিক দলই একমত। যার যার অবস্থান থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করবে। যুগপৎ আন্দোলনের জন্য কর্মসূচি বাস্তবায়ন করবে বলেও আশা করেন। 

কর্ণেল অব. অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক।

আরও পড়ুন: ১২০ আসনে প্রার্থী ঘোষণা জামায়াতের

বিভি/এনএম/জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2