• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় পার্টির দুই শতাধিক নেতার বিএনপিতে যোগদান

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
জাতীয় পার্টির দুই শতাধিক নেতার বিএনপিতে যোগদান

লালমনিরহাটে জাতীয় পার্টি থেকে দুই শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (১০ অক্টোবর) লালমনিরহাটে জাতীয় পার্টির সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আছির উদ্দিনের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টির নেতা-কর্মীদের  যোগদানের মধ্য দিয়ে বিএনপি আরও শক্তিশালী উঠবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে এভাবেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক, সদস্য সচিব শীবেন্দুনাথ রায় শীবু প্রমুখ।

এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিভি/এজেড

মন্তব্য করুন: