জি এম কাদেরকে জুতাপেটা করে তাড়ানোর হুঁশিয়ারি রাঙ্গার

জাতীয় পার্টি (জাপা) অফিস থেকে দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে ‘জুতা পেটা করে তাড়ানো হবে বলে হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
রবিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় রাঙ্গা বলেন, ‘রওশন এরশাদের পাশের চেয়ারে তিনি আর বসতে পারবেন না, সে ব্যবস্থা করা হয়েছে। উনার চেয়ার আর কেউ রক্ষা করতে পারবে না। ওই সময় পার্টি অফিস থেকে জি এম কাদেরকে জুতা পেটা করে তাড়ানো হবে।’
২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে জি এম কাদেরকে বিদায় করা হবে বলেও মন্তুব্য করেন তিনি। রাঙ্গা বলেন, ‘জি এম কাদের কখনও রাজনীতিবিদ ছিলেন না। তিনি ছিলেন পেট্রোলিয়াম করপোরেশনের একজন কর্মচারী। সেখান থেকে তিনি রাজনীতিতে এসেছেন। পেট্রোলিয়াম করপোরেশন থেকে দুর্নীতির দায়ে তার চাকরি চলে যায়। অথচ তিনি নিজেকে ক্লিন ইমেজ হিসেবে দাবি করেন। নামের পেছনে জনবন্ধু লেখেন। তার নির্বাচনী নিজ এলাকায় জনশত্রু হিসেবে পরিচিত।’
রাঙ্গা আরও বলেন, ‘জি এম কাদের এরশাদ সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করতে চান না। কারণ এরশাদ সাহেব তাকে দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচবার বহিষ্কার করেছিলেন।সেই ক্ষোভ থেকে এরশাদ সাহেবের চিহ্ন মুছে ফেলতে চাচ্ছেন তিনি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশনপন্থী নেতা এস এম আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কাজী মামুনুর রশিদ, জিয়াউল হক মৃধা (বহিষ্কৃত), অধ্যাপক দেলোয়ার হোসেন, এম এ গোফরান, অধ্যাপক নুরুল ইসলাম, মিজানুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।
বিভি/এসআই
মন্তব্য করুন: