• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংসদ বর্জনের হুমকি দিলো জাতীয় পার্টি

প্রকাশিত: ২২:০৬, ৩০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
সংসদ বর্জনের হুমকি দিলো জাতীয় পার্টি

ফাইল ছবি

সংসদ বর্জনের হুমকি দিয়ে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত সংসদ বর্জনের ঘোষণা দিয়েছে দলটি। 

এমনকি এও জানিয়েছে যে, জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে চলমান অধিবেশনেও অংশ নেবে না দলটি।

রবিবার (৩০ অক্টোবর) বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে জাপার সংসদীয় দলের ২৬ সদস্যর মধ্যে ২১ জন উপস্থিত ছিলেন।

জাপা চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপিতে বলা হয়েছে, জি এম কাদেরকে বিরোধীদলের নেতা না করার পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা আর সংসদে যাবেন না। 

সেখানে আরও বলা হয়েছে, দুই মাস আগে দলে সংসদীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জিএম কাদেরকে বিরোধীদলের নেতা করার চিঠি স্পীকারের কার্যালয়ের পাঠানো হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2